• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়াবেন তামিমরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫

২ ম্যাচ সিরিজের শেষ টেস্টে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।

ওয়েলিংটন টেস্টে সাকিব-মুশফিকের রেকর্ড পার্টনারশিপের পরও জেতা হয়নি বাংলাদেশের। তবে শেষ টেস্টে নিজেদের সবটুকু দিয়ে কিউইদের বিপক্ষে লড়তে চায় হাথুরুসিংহের দল।

এর আগে বিরূপ আবহাওয়ার সঙ্গে টাইগার শিবিরে ভর করেছে ইনজুরি সমস্যা। এ টেস্টে উরুর চোটে খেলতে পারছেন না ইমরুল কায়েস। তার জায়গায় ইনিংস শুরু করবেন সৌম্য সরকার। আঙুলের চোট ছিটকে দিয়েছে অধিনায়ক মুশফিককে। তার জায়গায় খেলবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান। এ দিয়েই তার টেস্ট অভিষেক ঘটতে যাচ্ছে। আর সবশেষ ইনজুরির মিছিলে সামিল হয়েছেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। পাঁজরের আঘাতে ছিটকে যাওয়ায় এ ম্যাচে অভিষেক হতে পারে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর।

এ ম্যাচে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নবম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। ইনজুরি কবলিত দলে ফিরিয়ে আনা হয়েছে পুরোপুরি ফিট না হওয়া কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানকে।

এতো কিছুর পরও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তামিম-সাকিবরা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh