• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ০৯:১৪
: ACC Emerging Teams Asia Cup 2019
ছবি- সংগৃহীত

গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে এসেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন যুবা টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়েছে সকাল নয়টায়।

দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৮ দল অংশ নেয় এশিয়ার যুবাদের এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপ থেকে সেরা দল হিসেবে পাকিস্তান সেমিতে ওঠে। বুধবার ভারতের বিপক্ষে ৩ রানে জয় পেয়ে ফাইনালে পৌঁছায় দলটি।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের বিজয়ীদের বিপক্ষে আগামী শনিবার এই মাঠেই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান দল।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়সির আলী চৌধুরী, জাকির হাসান অনিক, আফিফ হোসেন দ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেট রক্ষক) , হাসান মাহমুদ, তানভির ইসলাম, সুমন খান ও মেহেদী হাসান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh