• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ

ভারতকে তিন রানে হারিয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৮:৩০
ACC Emerging Teams Asia Cup 2019
ছবি- সংগৃহীত

এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে পাকিস্তান। উত্তেজনাকর এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনালে জয় করে নিয়েছে সাউদ শাকিলের দল।

বুধবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

ওমাইর ইউসুফ ৬৬, হায়দার আলী খান ৪৩, রোহাইল নাজির ৩৫ ও সাইফ বদর করেন ৪৭ রান।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন শিবাম মাভি, সৌরভ দুবে, হৃতিক সৌখিন। একটি উইকেট তুলেন সিদ্ধার্ত দেশাই।

জবাবে বেলুর রবি শরৎ ৪৭, সানবির সিং ৭৬ ও আরমান জাফর ৪৬ রান করলেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করে।

পাকিস্তানি বোলারদের হয়ে মোহাম্মদ হাসনাইন ও সাইফ বদর দুটি করে উইকেট শিকার করেন। আহমদ বাট ও উমর খান একটি করে উইকেট তুলে নেন।

বৃহস্পতিবার একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের বিজয়ীদের বিপক্ষে আগামী ২৩ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh