• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

এসিসি ইর্মাজিং এশিয়া কাপ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৫৩
Emerging Teams Cup
ছবি- সংগৃহীত

এসিসি ইর্মাজিং এশিয়া কাপে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সোমবার নেপালের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই সেমিতে খেলতে নামবে যুবা টাইগাররা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে এদিন টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

ব্যাট হাতে নেপালের হয়ে জ্ঞানেন্দ্র মাল্লা ২২ ও সোমাল কামি ৩৮ রান করেন। এছাড়া কেউই উল্লেখ যোগ্য স্কোর করতে পারেননি। সব মিলিয়ে ৪৪.৩ ওভারে ১৩৮ রান করতে সক্ষম হয় হিমালয়ের দেশটি।

বাংলাদেশের হয়ে মিনহাজুল আবেদিন আফ্রিদি ও সুমন খান নেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট শিকার করেন তানভির ইসলাম ও মেহেদী হাসান।

জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৪০ রান তুলে নেয় লাল-সবুজরা।

দলীয় ৩৪ রানের মাথায় ব্যক্তিগত ১১ রান করে ফেরেন সৌম্য সরকার। ৪৫ রান তুলে জয়ের ভীত গড়ে আউট হন ওপেনার নাঈম শেখ।

অন্যদিকে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক শান্ত। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ১৮ রান করা ইয়াসির আলী চৌধুরী।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মাঠে সতীর্থকে পেটালেন শাহাদাত
---------------------------------------------------------------

নেপালের হয়ে করণ কেসি ও সুসান বারি একটি করে উইকেট তুলে নেন।

এর আগে ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় সৌম্য-শান্তরা।

আগামী ২২ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবরকে হটিয়ে শীর্ষস্থান দখল করল নাঈম শেখ
X
Fresh