logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ নভেম্বর ২০১৯, ০৯:৩৪ | আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১০:১৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানদের সিরিজ জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানদের সিরিজ জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২৯ রানে জিতেছে আফগানিস্তান। এ জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল আফগানরা।

টসে জিতে ব্যাট করতে নেমে গুরবাজের ৭৯ রানে ভর করে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রান করে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।

২৪ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার পেসার নাভিন-উল-হক। ৩ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন মুজিব।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হারে আফগানিস্তান। সেই আফগানরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচে হারাল দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীদের।

আরো পড়ুন

সই/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়