• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফটে ভারতের তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ নভেম্বর ২০১৯, ১৬:১৬
Bangabandhu BPL
মানপ্রিত সিং গোনি, মানভিন্দার বিসলা ও কুমার বোরেসা || ছবি- সংগৃহীত

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) ২০১৯। টি-টোয়েন্টির এই জনপ্রিয় টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে রোববার সন্ধ্যা ছয়টায়।

ঢাকার একটি হোটেলে এবারের আসরের সাতটি দল নিজেদের পছন্দের খেলোয়াড় দলে ভেড়াবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া প্লেয়ার ড্রাফটের এবারের দলগুলোর নাম প্রকাশ করা হয়েছেন সেগুলো হচ্ছে, যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তালিকায় ১৮১ দেশি ও ৪৩৯ জন বিদেশি ক্রিকেটারের নামও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ভারতের তিন জন ক্রিকেটার রয়েছেন। তারা হচ্ছেন মানপ্রিত সিং গোনি, মানভিন্দার বিসলা ও কুমার বোরেসা।