• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খেলছেন না মুশফিক-ইমরুল, নেতৃত্বে তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৭, ০৮:৪১

ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম। থাকছেন না ইমরুল কায়েসও। নেতৃত্ব দেবেন তামিম।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানালেন তামিম নিজেই।

বাংলাদেশের ড্যাশিং ওপেনার বলেন, তারা এ টেস্ট খেলছেন না। ইমরুলের সুস্থ হতে লাগবে আরো ১০ দিন। আর মুশফিকের ৩-৪ সপ্তাহ। আশা করছি, এ সময়ের আগেই ওরা ফিট হয়ে উঠবে। দুশ্চিন্তার কিছু নেই, তাদের সমস্যা ততোটা গুরুতর নয়। ভারতের বিপক্ষে টেস্টেই তাদের আমরা পাবো।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নির্ভরযোগ্য দু’জনকে ছাড়াই হ্যাগলি ওভালে নামবে বাংলাদেশ। ইমরুলের জায়গায় ইনিংস শুরু করবেন সৌম্য সরকার। আর মুশফিকের জায়গায় খেলবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান। এ দিয়েই তার টেস্ট অভিষেক ঘটতে যাচ্ছে।

অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে তামিম জানান, ওয়েলিংটন টেস্টে হেলমেটে বল লাগলেও মুশফিকের মাথায় বা ঘাড়ে সমস্যা নেই। বুড়ো আঙুলের চোটই তাকে ছিটকে দিয়েছে।সহ-অধিনায়ক হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই দায়িত্বটা পেয়েছি।

সবমিলিয়ে এ বাঁহাতি ওপেনার হতে যাচ্ছেন বাংলাদেশের নবম টেস্ট অধিনায়ক।

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। এতে তিনি কিপিং করতে পারেননি। তবে দলের দরকারে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে বল লাগে হেলমেটে। ফলে মাথায় আঘাত পান। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে নেয়া হয়।

মুশফিক মাঠে না থাকায় প্রায় দেড়শ ওভার কিপিং করেন ইমরুল। গড়েন বিশ্বরেকর্ডও। এরপর নামেন ব্যাটিংয়ে তবে দ্রুত সিঙ্গেল রান নিতে গিয়ে ডাইভ দেন তিনি। এতে তার বাঁ ঊরুতে টান লাগে। পেশিতে ধরা পড়ে ছোট টিয়ার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh