• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইমার্জিং কাপের দুই ম্যাচে সুমনের ৮ উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ১৩:৩৫
Asian Cricket Council Emerging Teams Cup
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন বিকেএসপির সাবেক ছাত্র সুমন খান

ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে এদিন টস জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে সক্ষম হয়।

স্বাগতিকদের হয়ে এদিন চারটি উইকেট তুলে নেন সুমন খান। ১০ ওভারে ৬৪ রান খরচ করেন তিনি। ইনিংসের শেষ দুই বলে টানা দুটি উইকেট তুলেছেন ডান-হাতি এই মিডিয়াম পেসার। আগামী ম্যাচে নামলে রয়েছে হ্যাটট্রিক করার সুযোগ।

এর আগে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে চার উইকেট তুলেছিলেন ১৯ বছর বয়সী সুমন।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের আরমান জাফর সেঞ্চুরি তুলে নিয়েছেন। এছাড়া ৪০ রান করেছেন বিনায়ক গুপ্ত।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলেছেন সৌম্য সরকার ও তানভির ইসলাম। একটি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh