• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের বিপক্ষে জয় সব সময়ই আনন্দের: মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ১৩:০০
ছবি- সংগৃহীত

৪ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মাঠে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। জাতীয় দলের জার্সি গায়ে নেমেই বাজিমাত লিওনেল মেসির। শুক্রবার রাতে সৌদি আরবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট। শেষ পর্যন্ত বার্সেলোনা মহাতারকার একমাত্র গোলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

ম্যাচের পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেবার সময় আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে জয় পাওয়া সব সময় সুখকর।

সুপার ক্লাসিকো জিতে নিয়ে মেসি বলেন, দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দিনের পর দিন আরও উজ্জীবিত হচ্ছে। ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়াটা সব সময়ই আনন্দের। আসলে যে কোনও জয়ই আপনার জন্য ইতিবাচক। আপনি যখন জয় পাবেন, তখন সব কিছুই ভালো মতো হয়। কোচ যেমনটা ভেবেছিলেন, মাঠের লড়াইয়ে তেমন ফল এসেছে।’

প্রথমার্ধে ব্রাজিল দাপট দেখায়। যদিও ম্যাচের শেষভাগের পুরোটায় বল ছিল আলবেসিলেস্তেদের দখলে।

‘শুরুর দিকে আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছিলাম না। সেই সুযোগটাই প্রতিপক্ষ নিচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা বেশ উন্নতি করেছি। আমার মনে হয় এই কৌশলটাই কাজে এসেছে।’

আগামী ১৮ নভেম্বর ইসরায়েলের তেল আবিবে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুঞ্জন রয়েছে ওই ম্যাচে অংশ নেয়ার সম্ভাবনা কম মেসির।

সাংবাদিকদের মেসি বলেন, ‘আমি ম্যাচটা শেষ করেছি। সবাই অনেক বেশি দৌঁড়েছি। আসলে এটাই আমাদের করতে হয়। যদি কোচ চান তাহলে আগামী ম্যাচে অংশ নেবো।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh