• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ১০:৫৮
দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু বাংলাদেশের ।। ছবি : সংগৃহীত

ইন্দোর টেস্টের তৃতীয় দিন শুরুর আগেই ইনিংস ঘোষণা করেছে ভারত। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। হারিয়েছে ইমরুল কায়েস ও সাদমান ইসলামের উইকেট।

দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে উমেশ যাদবের বলে বোল্ড হন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৬ রানে ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

হলকার স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। প্রথম ইনিংসে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে সবক'টি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ১৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা তোলে ৬ উইকেটের বিনিময়ে ৪৯৩ রান।

ভারতের হয়ে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ব্যক্তিগত ২৪৩ রানে আবু জায়েদ রাহীর শিকার হয়ে ফিরে যান তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন রাহী। আর বাকি দুই উইকেটের মধ্যে পেসার এবাদত হোসেন এবং মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

এসএস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh