• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আবুধাবি টি-টেন লিগ শুরু আজ থেকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৯, ১৫:৫৮
আবুধাবি টি-টেন লিগ শুরু আজ থেকে
ছবি- সংগৃহীত

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টেন লিগ। আরব আমিরাতে গত ২০১৭ সালে শুরু হওয়া এই লিগ ভালোই সাড়া ফেলেছে ক্রিকেট সমর্থকদের মাঝে।

২০১৭ সালের পর ২০১৮ সালেও সফলভাবে অনুষ্ঠিত হয় এই লিগ। গত দুইবারের মতো এবারও আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট।

আজ শুক্রবার শুরু হয়ে শেষ হবে আগামী ২৪ নভেম্বর। ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ২৯টি ম্যাচ। এবারের আসরে ‘বাংলা টাইগার্স’ নামেও অংশ নিচ্ছে একটি দল।

বাংলাদেশি মালিকানায় এই দলে বেশিরভাগ খেলোয়াড়ই বাংলাদেশের ছিল নিলামে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে শুধু ফরহাদ রেজাকে। বাংলা টাইগার্সের কোচের দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। দলের বাকি কোচিং স্টাফের সবাই বাংলাদেশিই।

বাংলা টাইগার্স: কলিন ইনগ্রাম, রিলে রুশো, চিরাগ সুরি, ডেভিড ওয়াইজ, থিসারা পেরেরা (অধিনায়ক, আইকন), রবি ফ্রাইলিংক, শিহান জয়সুরিয়া, হাসান খান, ফরহাদ রেজা, আন্দ্রে ফ্লেচার, লিয়াম ফ্লাঙ্কেট ও কায়েজ আহমেদ।

লিগ পর্বে বাংলা টাইগার্সের ম্যাচ সূচি:

তারিখ

প্রতিপক্ষ

সময়

১৬ নভেম্বর

ডেকান গ্ল্যাডিয়েটরস

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

১৭ নভেম্বর

কর্ণাটক টাস্কার্স

রাত ৮টা ৪৫ মিনিট

১৮ নভেম্বর

দিল্লি বুলস

রাত ১১টা

টি-টেন লিগে অংশ নেয়া ৮ দল:

দল

কোচ

বাংলা টাইগার্স

আফতাব আহমেদ (বাংলাদেশ)

ডেকান গ্ল্যাডিয়েটরস

মোশতাক আহমেদ (পাকিস্তান)

দিল্লি বুলস

স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)

কর্ণাটক টাস্কার্স

জোহান বোথা (দক্ষিণ আফ্রিকা)

মারাঠা আরবীয়রা

অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)

নর্দার্ন ওয়ারিয়র্স

রবিন সিং (ভারত)

কালান্দার্স

মাইক হেসন (নিউজিল্যান্ড)

টিম আবুধাবি

ট্রেভর বেলিস (অস্ট্রেলিয়া)

বাংলাদেশে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh