• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইমার্জিং এশিয়া কাপে জয় দিয় শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৩৭
ইমার্জিং এশিয়া কাপে জয় দিয় শুরু বাংলাদেশের
ফাইল ছবি

ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসরের খেলা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। শুরুতেই শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সৌম্য সরকারের ব্যাটে উড়িয়ে দিয়েছে হংকং ইমার্জিং দলকে।

গ্রুপ পর্বের বাংলাদেশের বাকি দুই ম্যাচ ১৬ নভেম্বর ভারতের বিপক্ষে ও ১৮ নভেম্বর নেপালের বিপক্ষে।

সাভারের বিকেএসপিতে সকালে টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় হংকংকে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তোপে পড়েছিল টাইগার বোলারদের।

ওপেনার ক্যামেরুন ম্যাকআসুলান ১৪ রানে বোল্ড হন সুমন খানের ওভারে। আরেক ওপেনার ওপেনার আহসান আব্বাসিকেও ফেরান সুমন। আব্বাসি ৭ রানে ক্যাচ দেন মাহিদুল ইসলামের হাতে।

এরপর সেভাবে কেউ বড় স্কোর করতে পারেনি। কিঞ্চিত শাহ ২৪, অধিনায়ক আইজাজ খানের ২৫ ও হারুন এরশাদের ৩৫ রানে ভর করে ৯ উইকেটে ১৬৪ রান করে হংকং ইমার্জিং দল।

সুমন খান নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন সৌম্য সরকার। এছাড়া মেহেদী হাসানের ২টি ও ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

হংকংয়ের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ফেরত সৌম্য সরকার ও নাঈম শেখের ব্যাটে ভর করে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থ হওয়া সৌম্য এই ম্যাচে খেলেছেন ৭৪ বলে ৮৪ রানের ইনিংস। থেকে যান অপরাজিত।

নাঈম শেখের ব্যাটে আসে ৫২ বলে ৫২ রান। নাঈম ফিরলেও শেষদিকে বাংলাদেশ অধিনায়কের ২২ রানে ভর করে ৯ উইকেটের জয় তুলে নেন ২৫ ওভার ৫ বল হাতে রেখেই।\

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh