• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বল বিকৃত করে নিষিদ্ধ হলেন পুরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৯, ১৮:৩৮
NICHOLAS POORAN
ছবি- সংগৃহীত

বল বিকৃত করে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান। ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা-আইসিসি’র দেয়া এই নিষেধাজ্ঞার কারণে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ব্যাটসম্যান।

ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলকালীন বল বিকৃত করেছিলেন পুরান। ভিডিও ফুটেজে ধরা পরার পর বিষয়টি নিয়ে তদন্তে নামে আইসিসি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অপরাধের কথা স্বীকারও করেছেন ক্যারিবীয় ক্রিকেটার পুরান।

আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, বল বিকৃত করলে নুন্যতম চারটি সাসপেনশন পয়েন্ট দেয়া হয়। এগুলো পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান। কোনও ক্রিকেটার এই অপরাধ করলে তাকে পরের দুটি টেস্ট, চারটি ওয়ানডে অথবা চারটি টুয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়।

ওয়েস্ট ইন্ডিজের সূচি অনুযায়ী, চারটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পারবেন না পুরান। এই চারটির মধ্যে তিনটি হলো আফগানিস্তান ও একটি ম্যাচ ভারতের বিপক্ষে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
যে পেশায় দক্ষ হলেই যাওয়া যাবে কানাডা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
X
Fresh