• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঘরের মাটিতে বাড়তি সুবিধা পাবো: শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ২২:৩৬
ঘরের মাটিতে বাড়তি সুবিধা পাবো: শান্ত
ঘরের মাটিতে বাড়তি সুবিধা পাবো: শান্ত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইমার্জিং এশিয়া কাপ ২০১৯ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের চতুর্থ আসরের শুরুর আগে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গ্রুপ পর্বের খেলা হবে কক্সবাজার ক্রিকেট একাডেমি ও সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুটি ভেন্যুতে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বসবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

শান্ত বলেন, ঘরের মাটিতে খেলা, অবশ্যই বাড়তি সুবিধা পাবো।

ভারত সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

শান্তর মতে এই অভিজ্ঞতা বাড়তি প্রেরণা দিবে দলের অন্য সদস্যদের জন্য।

আট জাতির এ টুর্নামেন্ট শুরু হবে ১৪ নভেম্বর। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং এবং নেপাল। গ্রুপ ‘এ’তে অংশ নিচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তান।

আরো পড়ুন

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh