• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেসির বিপক্ষে খেলাটাই সৌভাগ্যের: ব্রাজিল দলপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ২০:২৩
brazil-argentina
ছবি- সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আগামী শুক্রবার সৌদি আরবে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। রিয়াদের কিং সাউদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ১১টায়। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন মহা তারকা লিওনেল মেসি। এরই মধ্যে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) দেয়া নিষেধাজ্ঞা উঠে গেছে বার্সেলোনা ফরোয়ার্ডের। এই ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। তার মতে মেসির বিপক্ষে ভাগ্যবানরাই খেলেছেন।

কোপা আমেরিকা চলাকালীন কনমেবলের বিপক্ষে কথা বলে চারটি আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছিলেন মেসি। রিয়াদে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন তিনি। যদিও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন সিলভা।

‘মেসির বিপক্ষে খেল নিয়ে চিন্তিত নাই, তার বিপক্ষে খেলতে পারাটাই সৌভাগ্যের।’ বলে উল্লেখ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

আর্জেন্টিনার অধিনায়ক ফিরলেও ইনজুরির কারণে খেলতে পারছেন না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় পোস্টার বয় নেইমার। প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) এই ফরোয়ার্ড না থাকলেও চিন্তিত নন সিলভা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নেতা হলেন ওয়াটসন
---------------------------------------------------------------

‘দলের সেরা খেলোয়াড়কে পাচ্ছে তারা (আর্জেন্টিনা)। আমরা পাচ্ছি না (নেইমার)। তবে ব্রাজিল সবসময়ই ব্রাজিল। সেটা কোপা আমেরিকায় জেতার সময়ই প্রমাণ দিতে সক্ষম হয়েছি।’

সম্প্রতি কোচ লিওনেল স্কালোনির অধীনে ছন্দেই রয়েছে ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

‘বর্তমানে তারা বেশ ভালোই ফুটবল খেলছে। তবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ সব সময়ই সেরা। সেরা ফুটবল আর গোল হবার সুযোগটাও থাকে বেশি।’ বলে যোগ করেন সিলভা।

প্রীতি ম্যাচের আগে সাম্বা তারকা জানাচ্ছেন দুই দলই এগিয়ে রয়েছে। তবে মাঠে নামার আগে জয় ছাড়া কিছুই ভাবছে না তার দল।

‘দুই দলের ফিফটি-ফিফটি জেতার সুযোগ রয়েছে। তাদের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চাই।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পেনাল্টি মিস করা সিলভা ও কোভাচিচকে আগলে রাখলেন গার্দিওলা
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh