• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নেতা হলেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ১৮:১৩
Shane Watson
শেন ওয়াটসন || ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেটারদের নেতা হলেন দেশটির সাবেক তারকা শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) বার্ষিক সাধারণ বৈঠকে ওয়াটসনকে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।

অজিদের জার্সিতে ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে ও ৫৮ টি-টিয়োন্টিতে অংশ নিয়েছেন এই পেস অলরাউন্ডার। বর্তমানে বিশ্বের নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে অংশ নিচ্ছে তিনি।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৩৮ বছর বয়সী ওয়াটসন। নিজ টুইটারে তিনি লিখেছেন, ‘আমি এসিএ’র সভাপতি পদে নির্বাচিত হয়ে সত্যিই সম্মানিত। অনেক বড় দায়িত্ব সামলাতে চলেছি। এর আগে যারা এই পদ সামলেছেন, তাদের কথা মাথায় রেখেই বলছি। আমি এই সুযোগ পেয়ে আপ্লুত। কাজ করার জন্য অত্যন্ত উৎসাহী। এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। এবার ফিরিয়ে দেয়ার পালা।’

এসিএ’র ১০ সদস্যের কমিটিতে ওয়াটসন ছাড়াও রয়েছেন বর্তমান অজি দলের ক্রিকেটার প্যাট কামিন্স ও ক্রিস্টেন বিমস।

দায়িত্বগ্রহণের পরই অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সুবিধা নিয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের আমরা আশ্বস্ত করছি। এখন থেকে আমরা তাদের ও তাদের পরিবারের পাশে রয়েছি। আমার মেয়ের মতো যেসব মেয়েরা এই খেলায় আসবে তারা একটা সুন্দর ক্যারিয়ারও গড়তে পারবে।’

আরো পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
৪৬ কিমি খালি পায়ে হেঁটে ঋষভের জন্য পূজা দিলেন উর্বশী!
X
Fresh