logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ১৫:৩৪
আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৬:৪৪

এটিপি ফাইনালস

নাদালকে হারালেন জেরেভ

Nadal loses ATP Finals opener to Zverev
ছবি- সংগৃহীত
বছরের শেষ টেনিস চ্যাম্পিয়নশিপ এটিপি ফাইনালসে রাফায়েল নাদালকে সরাসরি সেটে হারিয়ে শুভ সূচনা করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেজান্ডার জেরেভ। 

সোমবার লন্ডনের অক্সিজেন অ্যারেনায় প্রথম সেট ৬-২ গেমে জেতেন জার্মান তারকা জেরেভ। দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি টেনিসের শীর্ষ বাছাই নাদাল। 

ভুলের মাশুল গুনেছেন ৪-৬ গেমে হেরে। স্প্যানিশ সুপারস্টারের বিপক্ষে ছয়বারের দেখায় এটা জেরেভের প্রথম জয়। 

অন্যম্যাচে রুশ তারকা দানিল মেদভেদেভকে, ৭-৬ ও ৬-৪ গেমের সরাসরি সেটে হারিয়েছেন স্টেফানোস সিতসিপাস। পঞ্চম বাছাই সিতসিপাসের বিপক্ষে একটাও ব্রেক পয়েন্ট অর্জন করতে পারেননি, চতুর্থ বাছাই মেদভেদেভ।

২০১৯ এটিপি ফাইনালসে অংশ নিচ্ছে র‌্যাংকিংয়ের সেরা ৮ টেনিস তারকা। 

আরো পড়ুন

ওয়াই

RTVPLUS