• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিক্সিংয়ে জড়িয়ে দুই ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৫৫
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে ফিক্সিং যেন অস্বাভাবিক কোনও ঘটনা না।
ছবি- সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে ফিক্সিং যেন অস্বাভাবিক কোনও ঘটনা না। বিশ্বব্যাপী যত টি-টোয়েন্টি লিগ হয় সেখানেই জুয়াড়িদের আনাগোনা থাকে স্বাভাবিক ভাবেই। জুয়াড়িদের পাতা ফাঁদে পা দিয়েও দেয় অনেকে।

তেমনটাই ঘটেছে ভারতের কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল)।কেপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে এরিমধ্যে দুই ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।

সেন্টার ক্রাইম ব্রাঞ্চের পুলিশের দাবি, ফিক্সিংয়ের প্রমাণ পাওয়ায় সিএম গৌতম ও আবরার কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। একই ইস্যুতে গ্রেপ্তার হতে পারেন আরও কয়েকজন ক্রিকেটার।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, কেপিএলের ফাইনালে হুবলি টাইগার্সের বিপক্ষে ম্যাচটিতে বেলারি টাস্কার্সের হয়ে ২০ লাখ রুপির বিনিময়ে ধীর গতির ব্যাটিং করেছেন সিএম গৌতম ও আবরার কাজী। ওই ম্যাচে হুবলি টাইগার্স ৮ রানে হারায় বেলারি তাস্কার্সকে।

এর আগে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন গৌতম। তখন থেকেই তাকে নিয়ে আলোচনা হয় ভবিষ্যত ভারত দলের হয়ে খেলা নিয়ে। ভারতের ‘এ’ দলের হয়েও খেলেছেন গৌতম। শুধু গৌতম নন, আবরার কাজীও ভারতীয় ঘরোয়া লিগের বেশ পরিচিত নাম। খেলেছেন আইপিএলেও।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh