• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর হাতে বঙ্গমাতা ভলিবলের ট্রফি ও জার্সি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৯, ০৮:৪২
প্রধানমন্ত্রী বঙ্গমাতা ভলিবল ট্রফি ও জার্সি

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে আগামী ৯ নভেম্বর থেকে ১৪ নভেম্বর প্রথমবারের মতো নারী ভলিবল খেলোয়াড়দের জন্য ‘বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়ন-২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টুর্নামেন্ট স্মারক ট্রফি ও বাংলাদেশ নারী দলের জার্সি তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মো. আতিকুল ইসলাম এবং বাণিজ্যমন্ত্রী ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান টিপু মুনশি এমপি।

উল্লেখ্য, ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ৯ নভেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠেয় উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী দল এবং আফগানিস্তান নারী ভলিবল দলের মুখোমুখি হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
X
Fresh