• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রায়হানের পর ভারতে সোনা জিতলেন মাহফুজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৯, ১২:১৮
athletics
ছবি- সংগৃহীত

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে সোনা জয় করেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। ভারতের অন্ধ্র প্রদেশে হওয়া অনূর্ধ্ব-২০ হাই জাম্পে ২ দশমিক ১০ মিটারে সেরা হন মাহফুজ।

সোমবার হরিয়ানার রোহিতকে ২ দশমিক ০৬ মিটার পেছনে ফেলেন তিনি। আগের দিন অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের ৪০০ মিটারে ৪৭ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন জহির রায়হান।

ভারতের বিশেষ আমন্ত্রণে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের অ্যাথলেটরা। আগামী ডিসেম্বর নেপালের কাঠমুন্ডে ও পোখারাতে হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমস সামনে রেখে জহির-মাহফুজুররাও নিজেদের কিছুটা পরখ করে নিচ্ছেন এ আসর দিয়ে।

৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৯ এ ৫ জন অ্যাথলেট ও ১ জন অফিসিয়াল নিয়ে গঠিত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অধীনে ঢাকা অ্যাথলেটিক্স দল।