• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রথম ওভারে রোহিতের বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৯, ১৯:৫৬
প্রথম ওভারে রোহিতের বিদায়
ছবি- সংগৃহীত

রো ‘হিট’ শর্মাকে নিয়ে যত ভয়। এক রোহিত শর্মাই লণ্ডভণ্ড করে দিতে পারে বাংলাদেশের বোলিং লাইন-আপকে। কিন্তু সেটি আর হয়নি। জ্বলে উঠার আগেই নিভে গেলেন শফিউল ইসলামের ওভারে।

সন্ধ্যায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে এসে রোহিতের তোপের মুখে পড়েন পেসার শফিউল ইসলাম। প্রথম পাঁচ বলে দুই চার হাঁকিয়ে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেয়া রোহিত শর্মাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিদায় করেন এই পেসার।

গত কয়েকদিনের বেশ কয়েকটি ইস্যু পেছনে ফেলে এক ঝাঁক তরুণ নিয়ে মাঠে বাংলাদেশ।

দলে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আল-আমিন।

তিন পেসারের সঙ্গে আছেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অভিষেক হয়েছে ব্যাটসম্যান নাঈম শেখের।

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিষভ পান্ত (উইকেট-রক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শুভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

আরো পড়ুন

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh