• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৯, ১৯:০৬
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ছবি- সংগৃহীত

দিল্লির ভয়াবহ বায়ুদূষণ মাথায় নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নেমেছে দু’দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় সাকিব আল হাসান আর তামিম ইকবালকে ছাড়াই নামছে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়তে।

সন্ধ্যায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

গত কয়েকদিনের বেশ কয়েকটি ইস্যু পেছনে ফেলে এক ঝাঁক তরুণ নিয়ে বাংলাদেশের এবার লড়াই করার পালা।

দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আল-আমিন। আছেন পেসার শফিউল ইসলাম।

তিন পেসারের সঙ্গে আছেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলা বিপ্লব চোট কাটিয়ে আবারও দুর্দান্ত হয়ে ওঠার পালা। অভিষেক হয়েছে ব্যাটসম্যান নাঈম শেখের।

এদিকে ভারতের হয়ে ৮২তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে অল-রাউন্ডার শুভাম দুবের।

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিষভ পান্ত (উইকেট-রক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শুভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

আরো পড়ুন

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh