• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বার্সার হারের দিনে রিয়ালের ড্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৯, ০৯:৫৫
Messi
ফাইল ছবি

স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে উড়ন্ত বার্সেলোনা। লেভান্তের মাঠে শুরু থেকে তেমন কোনও আক্রমণ করতে পারেনি সফরকারীরা।

ম্যাচের ৩৮ মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে নেন ছন্দে থাকা মেসি। বাম দিক দিয়ে ডি-বক্সে ঢোকা নেলসন সেমেদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে লেভান্তে সাত মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠিয়ে বদলে দেয় ম্যাচের চিত্র। ৬১ মিনিটে হোসে কাম্পানা দলকে সমতায় ফেরান।

দুই মিনিট পর বোরহা মায়োরালর গোল ব্যাবধান বাড়ায়। জোড়া গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৬৮ মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের ভলিতে স্কোরলাইন ৩-১ করেন নেমানিয়া। উজ্জীবিত স্বাগতিকদের বিপক্ষে হঠাৎ করেই যেন কোনঠাসা হয়ে পড়ে শিরোপাধারীরা।

দিনের আরেক খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। আর রিয়াল মাদ্রিদ-রিয়াল বেতিসের ম্যাচ গোল শুন্য ড্র হয়েছে।

১১ ম্যাচ পর ৭ জয় নিয়ে ২২ পয়েন্ট আদায় করে শীর্ষে বার্সা। সমান সংথ্যক ম্যাচ খেলে রিয়ালেরও ২২ পয়েন্ট। ৬ জয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জিনেদিন জিদানের দল।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh