• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যা জানা প্রয়োজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৯, ১৮:৪৫
India vs Bangladesh
ছবি-সংগৃহীত

টি-টোয়েন্টিতে দু’দল যতবার মুখোমুখি হয়েছে প্রতিবারেই হেরেছে বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর খুব কাছে গিয়েও হারাতে না পারার ব্যথা আজও কষ্ট দেয় কোটি বাংলাদেশির মনে। এই ম্যাচে ভারত ম্যাচ জিতে মাত্র ২ রানের ব্যবধানে।

এরপর ২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। দীনেশ কার্তিকের অতি-মানবীয় ইনিংসে শিরোপা হারানোর শোক ভোলার পালা এসেছে ভারত সফরকে ঘিরে। রোববার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দিল্লিতে প্রথম ম্যাচ। দেশটির রাজধানী শহরের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। এই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।

এই মাঠের উইকেট বরাবরই স্পিনার সহায়ক। তবে বাধার নাম শিশির। সন্ধ্যায় শিশিরের আনাগোনা থাকলে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। তার থেকে বড় যে সমস্যা তা হচ্ছে দিল্লির বায়ুদূষণ।