• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিসিবি সবকিছুই জানতো: সাবের হোসেন চৌধুরী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ অক্টোবর ২০১৯, ১৬:৪৪
Shakib Al Hasan
ছবি- সংগৃহীত

ক্রিকেটারদের ধর্মঘটের পর লম্বা সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের সঙ্গে আলাপের একটি ক্লিপ ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। বিসিবি প্রধান ম্যাচ ফিক্সিংয়ের খবর সামনে আসার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন সেদিন। মঙ্গলবার রাতে আইসিসির নিষেধাজ্ঞা পেয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হন পাপনও। এসময় বোর্ড সভাপতি দাবি করেন, ‘বিসিবি আগে থেকে কিছুই জানত না।’ এবার পাপনের কথায় অসঙ্গতি রয়েছে উল্লেখ করেছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বুধবার সাকিব ইস্যুতে নিজের টুইটারে একাধিক পোস্ট দিয়েছেন সাবের। বিসিবির বর্তমান সভাপতির বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় বিসিবি সবকিছুই জানতো এবং পাপন সাহেব যে বলেছেন, তার কোনও ধারণাই ছিল না, কথাটা সত্য নয়। দুঃখ লাগলেও এটা বলতেই হচ্ছে। ২২ অক্টোবরের যে ভিডিও ক্লিপটা, তাতে মনে হচ্ছিল পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন।’

---------------------------------------------------------------
আরো পড়ুন: সাকিব ভুল করেছেন কোনও অপরাধ করেননি: মাহমুদুল্লাহ (ভিডিও)
---------------------------------------------------------------

সাকিবের প্রতি অবিচার করা হয়েছে উল্লেখ করে একটি টুইট করেছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। কিংবদন্তি এই ব্যাটসম্যানের টুইটটি রিটুইট করেছেন বিসিবির সাবেক প্রধান সাবের। তার দাবি আইসিসির এমন সিদ্ধান্তে সাকিবের পক্ষ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিনি বলেন, ‘কেউ যখন অপরাধ করে, সুবিচার প্রাপ্য। বিসিবি কমপক্ষে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারতো। দুঃখ লাগছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় সাকিবের পাশে দাঁড়ায়নি। এখন অযথা মায়াকান্না দেখাচ্ছে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh