• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাকিবকে নিয়ে মুশফিকের আবেগী স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ অক্টোবর ২০১৯, ২৩:৫০
সাকিবকে নিয়ে মুশফিকের আবেগী স্ট্যাটাস
সাকিবকে নিয়ে মুশফিকের আবেগী স্ট্যাটাস

দীর্ঘ ১৮ বছর একসঙ্গে খেলেছেন বাংলাদেশের জন্য। একসঙ্গে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেট, জাতীয় দলের হয়ে। এই লম্বা সময়ে সাকিব-মুশফিক হয়ে উঠেছেন বাংলাদেশ দলের প্রাণ ভোমরা, হয়ে উঠেছেন নক্ষত্র।

কিন্তু হঠাৎ যে ‘সাকিব’ নামের নক্ষত্রের এমন পতন হয়ে যাবে সেটা হয়তো মুশফিকের ভাবনাতেই ছিল না।

২০১৮ সালে তিনবার অফার পেয়েও জুয়াড়ির ফিক্সিং প্রস্তাবে সাড়া দেননি সাকিব আল হাসান। এই প্রস্তাবগুলো তিনি জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা আইসিসির দুর্নীতি দমন কমিশনকেও (আকসু)।

তারই খেসারত দিতে হচ্ছে সাকিবকে। আগামী একবছর খেলতে পারবেন না কোনও আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্টে।

সাকিবের ওপর নেমে আসা এমন কালোমেঘে ঢেকে গেছে দেশের ক্রিকেটও। তাকে ছাড়া খেলতে হবে কদিন পর ভারতের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ।

এটা মেনে নিতে পারছেন না সতীর্থ মুশফিকুর রহিম। সাকিবের এমন খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবি ইনশাআল্লাহ্।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh