• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের আরও লম্বা শাস্তি প্রয়োজন ছিল : মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ অক্টোবর ২০১৯, ২২:০১
সাকিবের আরও লম্বা শাস্তি প্রয়োজন ছিল : মাইকেল ভন
সাকিবের আরও লম্বা শাস্তি প্রয়োজন ছিল : মাইকেল ভন

ভিন্ন সময়ে তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সাকিব আল হাসান আইসিসির দুর্নীতি দমন কমিশনকে (আকসু) জানায়নি। তার খেসারত হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এক বছরের নিষেধাজ্ঞা ও এক বছরের স্থগিতাদেশ দিয়েছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডারকে।

সাকিবের এমন শাস্তিতে দেশের ক্রিকেট যখন দুমড়ে মুচড়ে যাবার পথে, তখন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন দাবি করেছেন, শাস্তি কম হয়ে গেছে সাকিবের।

সাকিবের উপর আইসিসির এমন নিষেধাজ্ঞায় শুধু বাংলাদেশই নয়, গোটা ক্রিকেট বিশ্বেই তোলপাড় ফেলে দিয়েছে।

ভনের ক্ষোভ, সাকিব কেন প্রস্তাব পেয়েও আইসিসিকে জানায়নি ব্যাপারটা।

ভারতীয় জুয়াড়ি দীপক আগরওয়ালের প্রস্তাবে সাকিব সাড়া না দিলেও তাকে না করেনি। ২০১৮ সালে সাকিবকে তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব দিলে সেই প্রস্তাব বাতিল করে দেন বাংলাদেশ অধিনায়ক।

এ নিয়ে আইসিসি সাকিবকে জিজ্ঞেস করলেও স্বীকার না করায় জুয়াড়ি দীপক ও সাকিবের কল রেকর্ডিং শোনায় সাকিবকে। তখন আর অস্বীকার করার উপায়ও ছিল না সাকিবের।

তবে মাইকেল ভন তার টুট বার্তায় লেখেন, সাকিব আল হাসানের জন্য কোনও দয়া দেখানোর সুযোগ নেই। সে যেই হোক। বর্তমান সময়ের খেলোয়াড়দের সব সময়ই জানানো হয় যে, তারা কি করতে পারবে আর কি করতে পারবে না। কোন বিষয়ে সরাসরি রিপোর্ট করতে হবে, সেটাও বলে দেয়া হয়। দুই বছর একেবারেই যথেষ্ট নয়। অবশ্যই আরও লম্বা শাস্তি প্রয়োজন ছিল।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh