• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমি চাই না তরুণরা এই ভুল করুক: সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৯, ১৯:৪১
shakib Al Hasan
ছবি- সংগৃহীত

২০১৮ সালের শুরুর দিকে বেশ কয়েকবার ক্রিকেট জুয়ারিদের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন সাকিব আল হাসান। এই তথ্যগুলো গোপন রাখার কারণে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা দুই বছরের জন্য হয়েছেন নিষিদ্ধ। যদিও অপরাধ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে প্রকাশ করা বিবৃতিতে কথা বলেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব বলেন, ‘আমি সত্যিই খুব মর্মাহত। যেই খেলাটাকে এতো ভালোবাসি সেখানে নিষিদ্ধ হলাম। তবে ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসিতে না জানানোয়, আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট খেলোয়াড়দের দুর্নীতিমুক্ত রাখতে প্রাণপণে লড়ে যাচ্ছে। কিন্তু আমি আমার অংশটা ঠিকঠাক পালন করতে পারিনি।’

তিনি আরও বলেছেন, ‘বিশ্বের সব খেলোয়াড়ের মতো আমিও চাই ক্রিকেট খেলাটা যেন দুর্নীতিমুক্ত থাকে। সামনের দিনগুলো আইসিসির দুর্নীতি দমন বিভাগের সঙ্গে তাদের দুর্নীতিবিরোধী প্রোগ্রামে কাজ করতে আগ্রহী। আমি এটি নিশ্চিত করতে চাই যে, আমার মতো ভুল যেন কোনও তরুণ খেলোয়াড় ভবিষ্যতে না করে।’

ওয়াই