• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের রিয়েল হিরো সাকিব: ফুটবলার মামুনুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৮
mamunul-shakib
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলের তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন। শুরুটা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেই। জাতীয় দলের সুযোগ পেয়ে দিনের পর নিয়েছিলেন অধিনায়কের দায়িত্বও। ভারতের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লেখান তিনি। ১৯৯৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন মামুনুল। একই প্রতিষ্ঠানে দুই বছর পর যোগ দেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্রান্ড সাকিব আল হাসান। গুঞ্জন উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞার কবলে পড়তে চলেছেন সাকিব। ঠিক এই সময়ে তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন মামুনুল।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুকে সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস আপডেট করেন মামুনুল। ঢাকা আবাহনীর এই তারকা সাকিবকে বাংলাদেশের সত্যিকারের হিরো হিসেবে উল্লেখ করেছেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচে জঙ্গি হামলার হুমকি
---------------------------------------------------------------

‘বিশ্ব তারকা হিসেবে প্রাপ্ত সম্মানটুকু তোমাকে আমরা দিতে পারিনি। একজন ক্রীড়াবিদ ও বিকেএসপি’র সিনিয়র হিসেবে আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। খেলা পাগল বাংলাদেশের জন্য তুমি রিয়েল হিরো। দ্রুত আমাদের মাঝে ফিরে এসো।’

এদিকে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে মঙ্গলবারের মধ্যেই আইসিসিকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অন্যদিকে গণমাধ্যমকে বিশ্বসেরা অলরাউন্ডারের পাশে থাকতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh