• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের ভারত সফর নিয়ে পাপনের শঙ্কা!

আরটিভি অনলাইন রিপোর্টি

  ২৮ অক্টোবর ২০১৯, ১৯:২১
nazmul hasan papon shakib al hasan
ছবি- সংগৃহীত

রোববার দুপুরে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) একটি অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে থাকা সাংবাদিকদের এড়িয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যান সাকিব। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যবসায়ীক কার্যালয়ে বৈঠক করেন তিনি। বৈঠকের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দিকে যান। এমটাই জানিয়ে ধানমন্ডি ত্যাগ করেন সাকিব। যদিও বোর্ড প্রধান মাঠে এসে দেখেন লাল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব। বেশ কয়েকদিন গণমাধ্যমে পাপন জানিয়েছেন যে ভারত সফরে সাকিবকে না পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তার।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন. ‘আমার সঙ্গে দেখা হলো, সে বলল মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে দেখি সে নাই। তার নাকি কোচের সঙ্গে কথা হয়েছে তিনি নাকি ছুটিতে!’

জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহারের পর গেল শুক্রবার শুরু হয় ভারত সফরের ক্যাম্প। প্রথম অনুশীলনের দিন অনুপস্থিত ছিলেন সাকিব। দ্বিতীয় দিন উপস্থিত হলেও বেশি একটা সময় দেননি। রোববার ও সোমবার কোচ রাসেল ডমিঙ্গোর কাছে ছুটি চেয়ে নেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়োন্টি অধিনায়ক।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পরিচয় মিলেছে মুশফিককে ‘কটূক্তি’ করা সেই দর্শকের
---------------------------------------------------------------

অনুশীলন ক্যাম্পে দলের সবচেয়ে প্রধান সদস্যের অনুপস্থিতি পাপনের কাছে অস্বাভাবিক মনে হয়েছে, ‘প্রথম দিন গেল না অনুশীলনে। পরের দিন অর্ধেক থেকে চলে এল। তৃতীয় দিন আবার নাই। এটা কি মনে হয় না এর মধ্যে সন্দেহের যথেষ্ট কারণ আছে? আমি কি সন্দেহ করতে পারি না? আমি কি বিকল্প ঠিক করে রাখতে পারি না। কারও সঙ্গে আলাপও করতে পারি না?’

বোর্ড প্রধান জানিয়েছেন, এই সফর করবেন কি-না সাকিব এখনও তার কাছে অপষ্ট, ‘আমি পরিষ্কার হতে পারিনি- এটাই তো সমস্যা। পরশু দল যাবে, কালকের মধ্যে পরিষ্কার হতে হবে।

এদিকে পুরো সফরটির বানচালের ষড়যন্ত্র চলছিল বলে দাবি করেছেন পাপন। দৈনিক প্রথমআলোকে দেয়া অপর এক সাক্ষাৎকারে বিষয়টি উল্লেখ করেন তিনি।

‘ভারত সফরের এখনো আপনারা কিছুই দেখেননি। দেখেন না কী হয়। আমি যখন বলেছি, এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে...। আপনারা আমাকে এত বছর ধরে চেনেন, কখনো ভুল বা মিথ্যা বলেছি? এ রকম কথা যদি আমি বলে থাকি, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। আমার কাছে তথ্য ছিল যে ভারত সিরিজ বানচাল হবে।’

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
X
Fresh