• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ লাল ও সবুজ দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৯
bangladesh
ছবি- আরটিভি অনলাইন

ভারতের বিপক্ষে ঢাকা ছাড়ার আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ দল। লাল ও সবুজ দুটি আলাদা দলে ভাগ হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।

রোববার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। দলদুটি সোমবার একই সময়ে একে অপরের বিপক্ষে খেলবে।

দুটি প্রস্তুতি ম্যাচের জন্য জাতীয় দলের বাইরে থাকা আরও নয় ক্রিকেটারকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান, ইয়াসির আলী, নাঈম হাসান, রিশাদ হোসেন, আবু হায়দার রনি ও এবাদত হোসেনরা যোগ দিয়েছেন প্রস্তুতি শিবিরে।

এদিকে পুরো সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস।

বাংলাদেশ লাল দল

লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান।

বাংলাদেশ সবুজ দল

নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আল-আমিন হোসেন, রিশাদ হোসেন, আরাফাত সানি

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh