• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাকিব ছাড়াই অনুশীলন ক্যাম্পের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৯, ১৮:১৭
সাকিব ছাড়াই অনুশীলন ক্যাম্পের প্রথম দিন
সাকিব ছাড়াই অনুশীলন ক্যাম্পের প্রথম দিন ।। ফাইল ছবি

দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল লেঙ্গাভেল্ট, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিরা সকালেই পৌঁছান ঢাকায়। তাদের উপস্থিতির সঙ্গে যোগ হয় স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরি। ভারত সফরের জন্য প্রথম দিনের অনুশীলনে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন কিউই এই সাবেক অধিনায়কের উপস্থিতি।

তবে একটা জায়গায় সবার জানার আগ্রহ ছিল, দলের অধিনায়ক সাকিব আল হাসান কেন আসেননি অনুশীলনে। শুক্রবার বেলা ৩টা থেকে শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন। সবার আগে মাঠে হাজির মুশফিকুর রহিম।

একে একে সবাই আসলেও ছিলেন না সাকিব। প্রায় দুই ঘণ্টার অনুশীলন হলেও প্রথম দিনে ডেনিয়েল ভেট্টরি পাননি সাকিবকে।

গত কয়েকদিন ধরে ১৩ দফা দাবিতে সভা-সমাবেশ কম হয়নি ক্রিকেট পাড়ায়। সেসব ঝামেলা চুকে গেছে গত বুধবার রাতেই। সব শঙ্কা কাটিয়ে প্রস্তুত হবার পালা ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য।

আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এমআর/এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh