• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডের লক্ষ্য ২১৭

আরটিভি অনলাইন, স্পোর্টস ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৭, ০৮:৩০

প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৬০ রানেই থেমে যায় বাংলাদেশ। ফলে জয়ের জন্য মাত্র ২১৭ রানের লক্ষ্য পেলো নিউজিল্যান্ড। মুশফিক ব্যাটিংয়ে নামতে না পারায় ৯ উইকেটেই যবনিকা পতন ঘটে বাংলাদেশের ইনিংসের।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। দলীয় ১১৪ রানের মাথায় দারুণ খেলতে থাকা মুশফিকুর রহিমও মাঠ ছাড়েন চোট নিয়ে। এরপর লড়লেন সাব্বির রহমান। দলীয় ১৮২ রানের মাথায় আউট হন তিনি। বাকি থাকলেন ইমরুল ও মুশফিক। শঙ্কা কাটিয়ে ইনজুরি নিয়েই ব্যাটিংয়ে নামলেন ইমরুল। ইমরুল দারুণ খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। মুশফিককে মাথায় আঘাত পেয়ে ফের মাঠ ছাড়তে হলো। সুতরাং, ১৬০ রানেই থেমে গেলো বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে নিউজিল্যান্ডের সামনে লিড দাঁড়ালো ২১৬ রানের।

আজ সকালে মাঠে নেমেই কোন রান না করেই আউট হয়ে যান সাকিব আল হাসান। মুমিনুল আউট হলেন ২৩ রান করে। মুশফিক মাঠে নামার পর একের পর এক বাউন্সার সামলাতে গিয়ে টিম সাউদির বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যান। এরপর তাসকিন, শুভাশিষকে নিয়ে হাফ সেঞ্চুরি করেন আউট হন সাব্বির। শেষ দিকে ইমরুল মাঠে নামলেও অপরপ্রান্তে আর উইকেট ছিলো না।

ট্রেন্ট বোল্ট ৩টি, ২টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, নেইল ওয়েগনার, ১টি নেন টিম সাউদি।


স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস ৫৯৫/৮ (ডিক্লেয়ার)

দ্বিতীয় ইনিংস ১৬০/৯

নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৫৩৯

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩২/১

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh