• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরের পথে ক্রিকেটাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৯, ২০:০৩
মিরপুরের উদ্দেশে ক্রিকেটাররা
ফাইল ছবি

রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে মিরপুর যাচ্ছেন ক্রিকেটাররা। তবে এর আগে ধর্মঘটে থাকা ক্রিকেটাররা দুুই দফা বাড়িয়ে ১৩ দফা দাবি গণমাধ্যমের কাছে তুলে ধরে।

বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, তামিম নিজে কোনও সিদ্ধান্ত দিতে পারবেন না। তিনি জানিয়েছেন অন্যদের সঙ্গে আলাপ করে জানানো হবে।
এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গণভবন থেকে বিসিবি প্রধান বেড়িয়ে আসার পর জানান, ক্রিকেটারদের সব দাবি মেনে নিবেন তারা।

এর পর বিকেলে বিসিবিতে মেইল ও ডাক যোগে ১৩টি দফা চিঠি আকারে প্রেরণ করা হয় পেশাদার ক্রিকেটারদের পক্ষ থেকে।

আরো পড়ুন

এসএস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh