• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিসিবির লভ্যাংশের ভাগ দাবি ক্রিকেটারদের

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০১৯, ১৯:১১
বিসিবির লভ্যাংশের ভাগ দাবি ক্রিকেটারদের
বিসিবির লভ্যাংশের ভাগ দাবি ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লভ্যাংশের ভাগের দাবি করেছে ধর্মঘটে যাওয়া ক্রিকেটাররা।

আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এই বিষয়টি জানান।

এছাড়া তিনি জানান, বিকেলে বিসিবির কাছে ডাক ও মেইল যোগে এই দাবিগুলো চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে ১৩টা দাবি উপস্থাপন করা হয়েছে।

এর আগে এই হোটেলেই বৈঠকে বসেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস নাঈম ইসলাম, ফরহাদ রেজাসহ আন্দোলনরত ক্রিকেটাররা। সংবাদ সম্মলনেও উপস্থিত ছিলেন তারা।