• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আনুষ্ঠানিকভাবে বিসিসিআই’র দায়িত্ব নিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ অক্টোবর ২০১৯, ১৩:৫৬
sourav
ছবি-বিসিসিআই

কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নাটকীয় মোড়েই সভাপতি হওয়া প্রায় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলির। এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন প্রিন্স অব কলকাতা খ্যাত সাবেক এই ক্রিকেটার।

বুধবার মুম্বাইয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে এই সভাপতির দায়িত্বটি বুঝে নেন সৌরভ।

প্রথমে ব্রিজেশ প্যাটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় ভারত জাতীয় দলের সাবেক অধিনায়কই বোর্ডের সভাপতি পদে মনোনয়ন জমা দিতে চলেছেন। আর বাস্তবে সেটাই হলো। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ’র ছেলে জয় শাহ হলেন বোর্ডের নতুন সচিব। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাহিম বর্মা। সাবেক বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ সিং ধামাল হয়েছেন নতুন কোষাধ্যক্ষ। এদিকে যুগ্মসচিব হয়েছেন জয়েশ জর্জ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : দাবি মেনে নিতে আমরা প্রস্তুত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পর পাপন
---------------------------------------------------------------------

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার নতুন প্রতিনিধিদের বেছে নিতে কোনও নির্বাচনের প্রয়োজন হয়নি। কোনওরকম বিরোধিতা ছাড়াই এই দায়িত্ব গ্রহণ করেছেন তারা।

যদিও ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্তই বিসিসিআই’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন সৌরভ। কারণ দায়িত্ব নেয়ার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে কুলিং পিরিয়ডে যেতে হবে।

বিসিসিআই’র নিয়ম নিয়ম অনুযায়ী, ছয় বছরের বেশি ক্রিকেট সংশ্লিষ্ট কোনও পদে থাকা যায় না। সে হিসেবে ১০ মাস পর প্রশাসক হিসেবে সিএবি ও বিসিসিআই’র মেয়াদ শেষ হবে সৌরভের।

২০১৫ সালে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব তুলে নিয়েছিলেন সৌরভ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
‘ময়দান’-এ মুগ্ধ হয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী
জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
X
Fresh