• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ অক্টোবর ২০১৯, ১৩:৩০
Bangladesh Women's
ছবি- বিসিবি

তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ নারী দল। বুধবার দুপুরে লাহোরের আল্লামা ইকবাল বিমান বন্দরে সালমা খাতুন-রুমানা আহমেদদের স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নারী উইংয়ের জেনারেল ম্যানেজার আয়েশা আশার। এসময় উপস্থিত ছিলেন পিসিবি’র কর্মকর্তারা।

আগামী ২৬, ২৮ ও ৩০ অক্টোবর ছোট ফরম্যাটের তিনটি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা। ২ ও ৪ নভেম্বর দুটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

প্রতিটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করা হবে।

সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর এ সফর নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাপন
------------------------------------------------------------------

বাংলাদেশ নারী দল

সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা (উইকেট রক্ষক), আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, একা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh