• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি কি করিনি ওদের জন্য?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৯, ২১:৩৪
ফাইল ছবি

আমি কী না করেছি তাদের জন্য? মঙ্গলবার সংবাদ সম্মেলনে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদ সম্মেলন কক্ষে ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে কথা বলতে এসে বেশ ক্ষিপ্ত হয়ে পড়েন তিনি।

‘আমি কি করিনি ওদের জন্য?’ শুরুটা ছিল এমন। এরপর অনেকগুলো উদাহরণ দিলেন পাপন।

ইমরুল কায়েসের বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে। বিসিবি প্রধানের সহযোগিতায় একদিনে ভিসা ম্যানেজ করে ছেলেকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছিলেন ইমরুল কায়েস। যার জন্য ইমরুল কায়েস কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন গণমাধ্যমের কাছে।

মেহেদী হাসান মিরাজ তার পারিবারিক সমস্যা নিয়ে জানিয়েছিলেন বোর্ড প্রধানকে। তার খালাকে নিয়ে সমস্যারও নাকি সমাধান করতে হয়েছিল নাজমুল হাসান পাপনকে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ‘আমি মাশরাফি ১১ দফার পক্ষে’
---------------------------------------------------------------------

মুশফিকুর রহমান তার বাবাকে নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে শরণাপন্ন হয়েছেন পাপনের কাছে। এ কথাও টেনে আনেন পাপন।

আমি ওদের জন্য এত কিছু করি, খেলোয়াড়দের নানা সুযোগ-সুবিধা তো দিচ্ছিই। ব্যক্তিগত-পারিবারিক সমস্যারও সমাধান করি। তাহলে এই ব্যাপারগুলো নিয়েও তারা আমাকে জানাতে পারতো বলে উল্লেখ করেন পাপন।

পাপন বলেন, ওদের এই অবস্থা দেখে মনে হচ্ছে ওদের আমরা শেষ করে দিচ্ছি! ওরা কি বলতে পারবে, যা চেয়েছে টা দেইনি?

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh