logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

ভারতের জয়ের দিনে ফিরলেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ অক্টোবর ২০১৯, ১৫:২৪ | আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৭:৪৮
dhoni
ছবি- সংগৃহীত
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলার পর আর বাইশ গজে ফেরেননি মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড থেকে ফিরে সেনাবাহিনীর কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন ভারতের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। এরপর সেনাবাহিনীর কাজ থেকে ফিরে বিজ্ঞাপন ও ব্যক্তিগত কাজে ব্যস্ত সময় পাড় করেন তিনি। টেনিস কিংবা গলফ খেলতে দেখা গেলেও মাহিকে ক্রিকেট মাঠে ফিরতে দেখা যায়নি। সেমিফাইনালের সেই মহারণের পর দীর্ঘদিন কাটিয়ে ফের মঙ্গলবার টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পাওয়া গেল ২০১১ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : হাসিনা-মোদিকে কলকাতা টেস্টে আমন্ত্রণ
---------------------------------------------------------------------

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সোশাল মিডিয়ায় প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে ম্যাচের পর ড্রেসিংরুমে ভারতীয় দলের স্পিনার শাহবাজ নাদিমের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করছেন ধোনি। এছাড়া কোচ রবিশাস্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে ধোনিকে ক্রিকেটের কিংবদন্তি উল্লেখ করে ছবি পোস্ট করে স্বাগত জানিয়েছেন।

এদিকে দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, মাঠে থেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনের খেলা উপভোগ করলেন ধোনি। এদিন রাঁচি টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়াদের ২০২ রানের বিশাল ব্যবধানে হারায় ভারতীয়রা। এতে তিন ম্যাচ টেস্ট সিরিজটি ৩-০তে জিতে নেয় রবি শাস্ত্রীর শিষ্যার।

প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকরা ৪৯৭ রান তোলে। ভারতের হয়ে সর্বোচ্চ ২১২ রান করেন রোহিত শর্মা। ১১৫ রানের সেঞ্চুরি ইনিংস খেলেন অজিঙ্ক রাহানে। এরপর দুই ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৬২ ও ১৩৩ রান তুলতে পারে।

আরও পড়ুন 

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়