• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ ভারত সফরে আসবে: সৌরভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৯, ১৩:০৬
SOURAV GANGULY
ছবি- সংগৃহীত

আগামী ৩০ অক্টোবর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ভারত সফরে সাকিব আল হাসানদের প্রথম অ্যাসাইনমেন্ট টি টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে ৩ নভেম্বর। দিল্লীতে ছোট ফরম্যাটের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ৭ ও ১০ নভেম্বর রাজকোটে আর নাগপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। ২২ নভেম্বর থেকে কলকাতায় গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসের এই ম্যাচটিতে থাকছে বিশেষ আয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) পক্ষ থেকে। দীর্ঘদিন সংঘটনটির দায়িত্বে থাকা সৌরভ গাঙ্গুলি হাল ধরেছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই)। অন্যদিকে প্রথমবারের মতো কলকাতার মাটিতে টেস্ট খেলতে চলেছে টাইগাররা। সব মিলিয়ে বড় ধরনের আয়োজন হতে চলেছে। এরই মধ্যে সোমবার ধর্মঘট ডেকেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের পক্ষে সাকিব আল হাসান জানিয়েছেন, দাবি না মানলে সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকছেন তারা। তাই সফর ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও বিসিসিআই’র নতুন প্রধান সৌরভ সফরটি নিয়ে আশাবাদী। এমনটাই জানিয়েছেন তিনি।

মিরপুরের ক্রিকেট অ্যাকাডেমিতে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব ১৯ দল বাদে সবাই এটার (ধর্মঘটের) মধ্যে রয়েছে। বয়সভিত্তিক দলগুলোতে অনূর্ধ্ব ১৭, ১৫ এগুলো বাদে প্রথম শ্রেণী, জাতীয় দলের প্রস্তুতি, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

তার আগে ১১ দফা দাবি তুলে ধরেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : মাশরাফিকে জানানোই হয়নি ধর্মঘটের ব্যাপারে
---------------------------------------------------------------------