logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১৮৯০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রোহিতের রেকর্ড গাঁথা ইনিংস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ অক্টোবর ২০১৯, ২২:২৯ | আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২৩:৫৬
রোহিত শর্মাকে ভারতীয়রা ‘রো হিট শর্মা’ নামেও অভিহিত করেন। এই রোহিতে ভর করে ভারত উড়ছে বলা যায়। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই তার রানের বাণ।
ছবি- সংগৃহীত
রোহিত শর্মাকে ভারতীয়রা ‘রো হিট শর্মা’ নামেও অভিহিত করেন। এই রোহিতে ভর করে ভারত উড়ছে বলা যায়। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই তার রানের বাণ।

একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত যে আটটি দ্বিশতকের ইনিংস এসেছে তারমধ্যে রোহিতের একারই তিনটি! অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯, শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ ও ২০৮* রান।

ওয়ানডে ক্রিকেটে যার তিনবার দ্বিশতক ছোঁয়া হয়ে গেছে টেস্ট ক্রিকেটে তার নামের পাশে দ্বিশতক না থাকাটা বেমানানই বলা যায়। সেটাও হয়ে গেছে অবশেষে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে দু’শ রানের কোটা স্পর্শ করে উঁচিয়ে ধরেন দুহাত।

ব্যক্তিগত ১৯৯ রানে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর বিরতি থেকে ফিরেই প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির করা শর্ট পিচ ডেলিভারিকে পুল হুকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

২১২ রান করতে রোহিত তার প্রথম ৫০ রান পূর্ণ করেন ৮৬ বলে। এর পরের ৫০ রান করতে লাগে ৪৪ বল। এখানেই শেষ নয়। এরপর আরও বেশি আক্রমনাত্নক হয়ে উঠেন রোহিত। প্রোটিয়া বোলারদের একের পর এক বাউন্ডারি ছাড়া করে ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে খেলেন মাত্র ৬৯ বল। দেড়শ থেকে দু'শ ছুঁতে খেলেন ৫০ বল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: দলে ফেরায় যেন জ্বলে উঠেছেন আল-আমীন
---------------------------------------------------------------

এই দ্বিশতকের ইনিংস খেলে যে রেকর্ডটি করেছেন সেটি  হলো ভারতের পঞ্চম ওপেনার হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাঁচ'শ রানের রেকর্ড গড়া (৫২৯)।

এর আগে ভারতের হয়ে তিন ম্যাচের সিরিজে পাঁচ'শ রানের মাইলফলক স্পর্শ করেন ভিরাট কোহলি (৬১০), ভিরেন্দর শেবাগ (৫৪৪), সৌরভ গাঙ্গুলী (৫৩৪) ও  ভিভিএস লক্ষণ (৫০৩)।

এমআর/ এমকে 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৬৬৭৪ ১৪১৭৫০ ৩২৬৭
বিশ্ব ১৮৭২২০৯০ ১১৯৩৬৭৬৪ ৭০৪৬৭৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়