logo
  • ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রোনালদোর ৭০১

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ অক্টোবর ২০১৯, ১০:১২ | আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১২:৩০
Cristiano Ronaldo
ছবি- সংগৃহীত
ম্যাচ শুরুতে জুভেন্টাসের পক্ষ থেকে বিশেষ জার্সি উপহার দেয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কয়েকদিন আগেই ক্যারিয়ারে ৭০০তম গোল করেছেন সিআর সেভেন। শনিবার মাঠে নামলেন পর্তুগীজ মহাতারকা। প্রতিপক্ষ বলোগনা। নেমেই গোলও তুলে নিলেন। দল জিতেছে ২-১ গোলে।

ইতালিয়ান সিরি আ’র এই ম্যাচে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ১৯ মিনিটের মাথায় গোল করেন রোনালদো। যা সব ধরনের ফুটবল প্রতিযোগিতায় ৭০১তম গোল তার।

যদিও ৭ মিনিটের মাথায় বলোগনাকে সমতায় ফেরান দানিলো লারানগেইরা।

১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। তবে বিরতি থেকে ফেরার পরই আবারও লিড পায় জুভিরা।  বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ তুলে নেন গোলটি।

এই জয়ের পর ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান পোক্ত করল তুরিনের দলটি। সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্টে বলোগনা রয়েছে দ্বাদশ স্থানে।

অন্যদিকে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের অবস্থান দ্বিতীয়।

আরও পড়ুন 

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়