• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ হচ্ছে তো?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৯, ১২:৫৮
Lionel Messi
আর্জেন্টিানার ফরোয়ার্ড লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো

কয়েকদিন আগেই প্যারাগুয়ে ফুটবল সংস্থার (পিএফএ) সোশাল মিডিয়ার পেজে জানানো হয়ে আগামী ১৮ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে দলটি। ভেন্যু হিসেবে উল্লেখ করা হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। আরও জানানো হয়, তিন দিন আগে অর্থাৎ ১৫ নভেম্বর একই ভেন্যুতে ভেনিজুয়ালার বিপক্ষে অপর প্রীতি ম্যাচে অংশ নিবে প্যারাগুয়ানরা। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ জানানো হয়, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি নিয়েই তাদের আগ্রহ বেশি। শুধু এই ম্যাচটি নিয়েই চলছে আলোচনা। যদিও ম্যাচ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে। এবার ফেডারেশনের সহসভাপতি তাবিথ আওয়াল জানলেন, এখনও বিষয়টা অমিমাংসিতই রয়েছে।

২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ঢাকায় খেলতে আসে আর্জেন্টিনা। ওইবার আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। প্যারাগুয়ের এই ঘোষণা দেয়ার পরও আর্জেন্টাইন মহাতারকাকে কাছ থেকে দেখতে অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা।

শনিবার রাজধানীর একটি হোটেলে ওয়াই কে কে এশিয়া গ্রুপ কিডস ফুটবল ক্লিনিক অনুষ্ঠানে যোগ দেন তাবিথ আওয়াল।

এক প্রশ্নের জবাবে বাফুফের এই কর্তা বলেন, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : মেসি ‘দ্য বেস্ট’
---------------------------------------------------------------------

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোনো ঢাকা সফর করেন। ফিফা প্রধানের ঝটিকা এই সফরকে সফল বলে দাবি করেছেন তাবিথ।

বাফুফে সহসভাপতি বলেন, সন্তুষ্ট হয়েই ফিরেছেন ফিফা সভাপতি। বাংলাদেশকে ঘিরে নানা পরিকল্পনা রয়েছে ফিফার। ইনফান্তিয়ানো জানিয়েছেন, তাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করার মতো পরিস্থিতি রয়েছে এদেশে।

শনিবার সন্ধ্যায় শুরু হচ্ছে শেষ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। শেষ হবে ৩০ অক্টোবর। এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের অনেকেই অংশ নিচ্ছেন। আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। ওই ম্যাচকে মাথায় রেখে জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসের ওপর গুরুত্ব দিকে ক্লাবগুলোকে আহ্বানও জানিয়েছেন তাবিথ।

অনুষ্ঠারে ওয়াই কে কে এশিয়া গ্রুপ বাংলাদেশের প্রধান তাকাসি মিয়াতা, ভাইস চেয়ারম্যান মো. মনির উদ্দিন, রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের হেড কোচ কার্লোস গুস্তাভো এলবার্ট গার্সিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • মিটিং নয়, ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছি: ফিফা প্রধান

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে হার এড়ালো আর্জেন্টিনা
X
Fresh