• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ বনাম ভারত

হাসিনা-মোদিকে কলকাতা টেস্টে আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৩
Sheikh Hasina
ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি পদের জন্য চূড়ান্ত হয়েছে সৌরভ গাঙ্গুলির নাম। দীর্ঘদিন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌরভ। প্রিন্স অব কলকাতা খ্যাত এই ক্রিকেট তারকাকে সম্প্রতি দেশটির ক্রিকেটের সর্বোচ্চ পদে মনোনয়ন দেয়া হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো কলকাতার ঐত্যিহ্যবাহী ইডেন গার্ডেন্সে টেস্ট খেলতে চলেছে বাংলাদেশ। দুটি বড় উপলক্ষকে সামনে রেখে কলকাতা টেস্টকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে সিএবি’র পক্ষ থেকে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে একই মঞ্চে খেলা দেখতে আমন্ত্রণ পেয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আগামী নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। চলতি মাসের ৩০ তারিখ ঢাকা ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসান-তামিম ইকবালদের। ভারতের বিপক্ষে কলকাতা টেস্ট ২২ নভেম্বর শুরু হবে। সাদা পোশাকের ম্যাচটি শেষ হবে ২৬ নভেম্বর।

এদিকে আগামী ২৩ অক্টোবর বিসিসিআই’র নির্বাচন। সভাপতি পদে সৌরভ ছাড়া আর কেউই লড়ছেন না। সব ঠিক থাকলে ২৪ অক্টোবর দায়িত্বগ্রহণ করতে চলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
X
Fresh