• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিটিং নয়, ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছি: ফিফা প্রধান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৯, ১৭:৪৯
fifa
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানালেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে বাংলাদেশে ফুটবল এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কর্মব্যস্ত দিন শেষ সন্ধ্যায় ঢাকা ছাড়েন ফিফা সভাপতি। তার সফর বাংলাদেশ ফুটবলের জন্য ফলদায়ক হবে বলে মনে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের বাফুফে ভবনে পৌঁছালে লাল-গালিচা সংবর্ধনা দেয়া হয় ফিফা সভাপতিতে। সেখানে বাফুফে প্রধান কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করেন জিয়ান্নি ইনফান্তিনো। ঘুরে দেখেন বাফুফের কৃত্রিম টার্ফ। অংশ নেন খুদে ফুটবলার, বাফুফের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে।

দুপুরের খাবার শেষে হোটেল সোনারগাঁতে সাংবাদিকদের মুখোমুখি হন জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল সম্পর্কে গভীরভাবে জানেন না সরল স্বীকারোক্তির পর বাফুফে সভাপতির সঙ্গে ব্যাপক আলোচনার কথা বলেন ইনফান্তিনো। সবশেষ ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াকু ম্যাচ ও নারী ফুটবলের সফলতা থেকে, আশাবাদ সঞ্চয়ের কথা বলেন ফিফা সভাপতি।

তিনি বলেন, ‘সম্প্রতি ভারতের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ দিকে ড্র করেছে দলটি। আশা করি বাংলাদেশের ফুটবল সামনে এমন অনেক ভালো ম্যাচ উপহার দিবে।’

দুর্বল সাংগঠনিক ব্যবস্থার কারণে ফুটবলের উন্নয়ন বাধাগ্রস্ত হলেও ফিফা সভাপতি জানালেন, ফেডারেশন নয় খেলার উন্নয়নই তার মূল লক্ষ্য।

‘আমরা এখানে শুধু কমিটি দিতে অথবা মিটিং করতে কাজ করছি না। আমাদের মূল কাজ হচ্ছে বিশ্ব ফুটবলের উন্নতি। আর সেটির জন্যই আমরা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি।’

বিশ্বব্যাপী সবার আরও কাছে যাবার পরিকল্পনা থেকে, সামনে পুরুষ ও নারী বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর কথা জানান ইনফান্তিনো।

‘এরই মধ্যে ৩২ দল থেকে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি। যার মাধ্যমে বিশ্বের প্রতিটি মানুষের কাছাকাছি পৌঁছতে পারব আমরা।’

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে এশিয়া থেকে ৪টি দল মূল পর্বে খেলার সুযোগ পায়া। ৪৮ দেশের বিশ্বকাপ হলে এই অঞ্চল থেকে ৮টি দল অংশ নিতে পারবে। অর্থাৎ আগের থেকে দ্বিগুণ দল খেলতে পারবে বিশ্বকাপ।’

এদিকে বাংলাদেশে ফুটবলের হারানো জনপ্রিয়তা ফিরে পেতে প্রতিযোগিতায় সক্ষমতা এবং বিনিয়োগ বাড়ানোর কথা বলেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
X
Fresh