• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৯, ১৯:২৪
Bangladesh
ছবি- বাফুফে

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের ম্যাচে ভারতকে রুখে দেয়া বাংলাদেশ দল ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার বিকেলে জামাল ভূঁইয়াদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এদিন দলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

বিমান বন্দর এলাকায় উপস্থিত হয়েছিলেন নানা প্রান্ত থাকে আসা ফুটবল প্রেমীরাও। ফেসবুক কেন্দ্রিক বেশ কয়েকটি ফুটবল গ্রুপের সদস্যরা লাল-সবুজের পতাকায় প্রিয় দলকে বরণ করে নেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: প্রথমার্ধে ভারতের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
---------------------------------------------------------------

সল্টলেক স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমে লিড নিয়ে নেয় বাংলাদেশ। প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় বাংলাদেশ দলপতি জামালের করা ফ্রি কিকে গোল আদায় করেন ফরোয়ার্ড মো. সাদ উদ্দিন। যদিও শেষ পর্যন্ত ভারতের হয়ে গোল আদায় করে নেন আদিল খান। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

বাছাই পর্বের দ্বিতীয় লেগে ২০২০ সালের ৬ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতকে আতিথেয়তা দিবে বাংলাদেশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh