• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতকে কাঁপিয়ে পয়েন্ট ভাগ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৯, ২২:০৩
#INDBAN
ছবি- সংগৃহীত

৮৫ হাজার দর্শকের মাঠ গ্যালারি কানায় কানায় পূর্ণ। ম্যাচের শুরুর দিক থেকে চারিদিকে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ ধ্বনি। ভারতীয়দের কাছে ‘ফুটবলের মক্কা’ হিসেবে খ্যাত যুবভারতী ক্রীড়াঙ্গনে হুট করে নিশ্চুপ নীরবতা। বিশাল এই স্টেডিয়ামে ছড়িয়ে থাকা নানা প্রান্তে উল্লাস করছে লাল-সবুজ জার্সি পরা সমর্থকরা। যদিও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনও শব্দ আসে না। ৪২তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করলেন মো. সাদ উদ্দিন। বিরতিতে গেল লাল-সবুজরা।

মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের এই ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটাই খেলেছে বাংলাদেশ। আক্রমণ আর বলের নিয়ন্ত্রণ চোখ জুড়িয়ে দিয়েছে। যদিও শেষ দিকে গোল আদায় করে ভারত দলকে হার থেকে বাঁচিয়েছেন আদিল খান।

২০২২ কাতার বিশ্বকাপ যাবার মিশনে গ্রুপ ‘ই’র ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দুই দল।

এদিন র‌্যাংকিং আর শক্তির দিক দিয়ে এগিয়ে থাকা ভারতকে চমকে দিয়েছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচ শুরুর পর থেকে মাঠের দখল ছিল স্বাগতিকদের কাছে। ১৮ মিনিটে প্রথম আক্রমণটি করে সুনীল ছেত্রির দল। যদিও ব্যর্থ হয় সেটি।