• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথমার্ধে ভারতের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৯, ২০:৪৯
ভারতের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ
ভারতের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভারতে বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। ৪২ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রিকিকে সাদ উদ্দিনের হেডে প্রথম লিড পায় বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে লড়ছে বাংলাদেশ ও ভারত।

এর আগে সল্ট লেক স্টেডিয়ামে ভারতের স্বপ্নভঙ্গের কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

দীর্ঘদিন পর কলকাতায় ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ভারতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে খেলা হচ্ছে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতা ৮৫ হাজার। ম্যাচের সব টিকেটই শেষ হয়ে গেছে আগেই।

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের থেকে বেশ দূরে অবস্থান বাংলাদেশের। ফুটবলের সর্বোচ্চ সংস্থার ক্রমতালিকায় সুনীল ছেত্রীর দল রয়েছে ১০৪ নম্বরে। অন্যদিকে লাল-সবুজরা ১৮৭ নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশ একাদশ:

আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, নাবিব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহীম, রিয়াদুল হাসান, রায়হান হাসান, সাদ উদ্দিন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh