• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ আসনে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ অক্টোবর ২০১৯, ০৯:৪৪
Sourav Ganguly
সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। রোববার বোর্ডের বৈঠকে প্রথমে ব্রিজেশ প্যাটেলের নাম শোনা জাচ্ছিল। পড়ে জানা যায়, সভাপতি পদে মনোনয়ন জমা দিতে চলেছেন দেশটির অন্যতম সফল এই অধিনায়ক। দায়িত্ব নেয়ার পর দশ মাস পরেই তাকে নিয়ম অনুযায়ী তিন বছরের জন্য বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে তাকে।

আগামী ২৩ অক্টোবর বিসিসিআই’র নির্বাচন। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে রোববার রাতে দফায় দফায় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান পদটি নিয়ে চলছিল নানা জল্পনা। সাবেক সভাপতি এন. শ্রীনিবাসনের মনোনীত ব্রিজেশই পেতে চলেছিলেন পদটি। যদিও রাত বাড়তে থাকলে শেষ পর্যন্ত ৪৭ বছর বয়সী সৌরভের নামটিই চূড়ান্ত করা হয়।

দেশটির গণমাধ্যমগুলোর মতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পছন্দেই সৌরভকে দায়িত্বটি দেয়া হচ্ছে। এদিকে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এই নেতার ছেলে সাবেক ক্রিকেটার জয় শাহ হচ্ছেন বিসিসিআই’র নতুন সচিব।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইমরুল কায়েসের শতক ভাবাবে নির্বাচকদের
---------------------------------------------------------------