• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আর্জেন্টিনার কাছে পাত্তাই পেলোনা ইকুয়েডর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৯, ২৩:৪৬
আর্জেন্টিনা ইকুয়েডর

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোল উৎসব করলো আর্জেন্টিনা। স্পেনে ইকুয়েডরের বিপক্ষে ৬-১ গোলে জয় পেয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরু থেকে আক্রমণের খেলা শুরু করে। ২০ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন লুকাস আলারিও। সাত মিনিট পর আকুনার ক্রস জন এস্পিনোসার গায়ে লেগে জালে বল জড়ায়। প্রথমার্ধেই তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে চার মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়ায় ইকুয়েডর। এরপর ইকুয়েডরের জালে গুনে গুনে আরো তিনবার বল পাঠায় আলবিসেলেস্তেরা।

৬৬ মিনিটে ফ্রি কিক থেকে ইকুয়েডর আরও পিছিয়ে পড়ে। পাউলো দিবালার চমৎকার ফ্রি কিক বেশ ঠাণ্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন অরক্ষিত জার্মেন পেজ্জেয়া। ৮২ মিনিটে আরেকটি ফ্রি কিক নৈপুণ্যে পঞ্চম গোলের দেখা পায় আর্জেন্টিনা। গুইদো রোদ্রিগেসের ফ্রি কিক বক্সে ঢুকলে দারুণ শটে দেশের জার্সিতে প্রথম গোল করেন নিকোলাস দোমিঙ্গেস।

আরও একবার গোল উদযাপনে মাতে আর্জেন্টিনা। ৮৬ মিনিটে মাতিয়াস ভার্গাসের শট দারুণ দক্ষতায় রুখে দেন ওরতিজ। কিন্তু সুযোগ সন্ধানী লুকাস ওকামপোস ৬ গজ দূর থেকে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন
জামালের অভিযোগে আর্জেন্টিনার ক্লাবকে ফিফার নোটিশ
তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্ববাজারে কমে চলেছে সয়াবিনের দাম 
X
Fresh